Home দেশ কার্ড ছাড়া নগদ টাকা তোলা যাবে এটিএম থেকেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক

কার্ড ছাড়া নগদ টাকা তোলা যাবে এটিএম থেকেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক

ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) পথে আরও একধাপ এগোল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। কার্ড ছাড়া নগদ টাকা তোলার সুবিধা (Cardless withdrawal) কার্ড লেস উইথড্রল এখন সব এটিএম (ATM) থেকেই পাওয়া যাবে। খুব শীঘ্রই এই সুবিধা দেশের সব এটিএমে পাওয়া যাবে বলে ইতিমধ্যেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI cardless withdrawal)। কিন্তু, কীভাবে কাজ করবে এটি? পুরো প্রক্রিয়াটিই নির্ভরশীল ইউপিআই’র ওপর।

কার্ড ছাড়া কীভাবে টাকা তুলতে পারবেন:

কার্ড ছাড়া টাকা (Cardless withdrawal) তুলতে গেলে সবার আগে প্রয়োজন ইউপিআই আইডি (UPI ID)। সংশ্লিষ্ট ট্রানজাকশনটি ইউপিআই আইডি (UPI ID) দ্বারা যাচাই করে নিতে হবে।

এটিএমে (ATM) গিয়ে ‘ক্যাশলেস উইথড্রয়াল’ অপশন (Cardless withdrawal) বাছতে হবে।

এটিএমের স্ক্রিনে (ATM) একটি কিউআর কোড (QR code) ভেসে উঠবে। নিজের ইউপিআই অ্যাপের (UPI app) মাধ্যমে সেটি স্ক্যান করতে হবে।

তারপর ইউপিআই’র পিন নম্বর দিতে হবে। তাহলেই টাকা বেরিয়ে আসবে এটিএম মেশিনের ভিতর থেকে।

কার্ডলেস ট্রানজাকশনের ফলে এটিএম জালিয়াতি (ATM fraud) অনেক কম হয়ে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এখনও বহু ব্যাঙ্কে এমন সুবিধা নেই এবং প্রতিদিনের নির্দিষ্ট টাকা তোলার সীমাও রয়েছে। যা ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। এই সুবিধাও আবার বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্নরকম।

প্রসঙ্গত, ৬ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষের মুদ্রানীতি নিয়ে বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। তিন দিনের এই বৈঠকে দেশের আর্থিক অবস্থার ওপর চলে সার্বিক মূল্যায়ন। সেই মূল্যয়নের ওপর নির্ভর করে দেশের মুদ্রানীতির ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশীকান্ত দাস। সেখানেই ভারতের সব এটিএমে ডেবিট কার্ড ছাড়াই টাকা তোলার কথা বলেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version