Home বিশ্ব গভীর সমুদ্র থেকে এলো ‘ড্রাগন’!

গভীর সমুদ্র থেকে এলো ‘ড্রাগন’!

 

গভীর সমুদ্রে মাছ ধরছিলেন রোমান ফেডোরস্টোভ নামে রাশিয়ার এক মৎস্যজীবী। হঠাৎই জালের মধ্যে বড় বড় চোখ, ড্রাগনের মতো মুখ, অদ্ভুত এক প্রাণী দেখে ঘাবড়ে যান মৎস্যজীবী -রোমান।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে জানা গেছে, গায়ের রঙ গোলাপী, লম্বা লেজ, রয়েছে বড় কানের মতো পাখনাও। এক ঝলকে দেখেই মনে হবে সমুদ্র থেকে ড্রাগন উঠে এসেছে। আসলে সেটি গভীর সমুদ্রের এক বিরল প্রজাতির মাছ। এটির নাম ‘কিমায়রা’। এই মাছকে আবার ‘গোস্ট শার্ক’ও বলা হয়। মাছটির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই শোরগোল পড়ে যায়।

অনেকে মন্তব্য করেছেন, প্রথমে তো ভেবেছিলাম আবার ড্রাগন যুগ ফিরে আসছে। অদ্ভুতদর্শন এই মাছ সত্যিই চমকে দেওয়া মতো।

আরো এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন, ছবির প্রাণীটিকে দেখে মনে হচ্ছে সদ্য ডিম ফুটে ড্রাগনের বাচ্চার জন্ম হল।

এই ধরনের মাছ সাধারণত সমুদ্রের সাড়ে আট হাজার ফুট নীচে থাকে। কখনো কখনো সাড়ে ৬০০ ফুটের মধ্যেও দেখা যায়। এই প্রজাতির মাছ দেখতে অদ্ভুত হয়ে থাকে। চোখগুলি বড় বড়, তুলতুলে দেহ, মাথাটা অনেকটা বড় হয়। যার ফলে এদের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version