Home সাহিত্য ও সংস্কৃতি বাংলা থিয়েটারের ১৫০ বছরে -“থিয়েটারওয়ালা”

বাংলা থিয়েটারের ১৫০ বছরে -“থিয়েটারওয়ালা”

যে ব্যক্তি বাংলা থিয়েটারকে এর স্বর্ণালী যুগ দিয়েছেন, বাংলার থিয়েটারের ১৫০ বছর উদযাপন সেই গিরিশ চন্দ্র ঘোষের প্রতি শ্রদ্ধা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। এই মাসে তাঁর জন্মবার্ষিকীতে আধুনিক বাংলা থিয়েটারের সেই জনককে তাই একটি অসাধারণ শ্রদ্ধা জানানোর  প্রচেষ্টায় ব্রত হাওড়া পঞ্চক এর।

১৫ ফেব্রুয়ারি বিকেল ৫.৩০ টায় শিশির মঞ্চে অডিও নাটক –“থিয়েটারওয়ালা” মঞ্চস্থ করবে তারা। নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা এই অডিও নাটকটি  মঞ্চস্থ হবে বাংলার মহান নাট্যব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে। গিরিশ ঘোষের কালানুক্রমিক জীবনী হিসেবে নয়, বরং “থিয়েটারওয়ালা” গিরিশ ঘোষের জীবন ও সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরার চেষ্টা করছে। বিনোদিনী, রামকৃষ্ণ পরমহংসদেব, অমৃতলাল প্রমুখের সঙ্গে তাঁর মেলামেশা ও সম্পর্ক। নাটকটি বাংলার মঞ্চের উত্থান এবং গিরিশ ঘোষের হাতে যে নবজাগরণ শুরু হয়েছিল তা দেখানোর একটি প্রয়াস।

বাংলা পাবলিক থিয়েটারের ১০০ বছর পূর্তির এই জমকালো উদযাপনে হাওড়া পঞ্চক দ্বিতীয়বারের মতো “থিয়েটারওয়ালা” মঞ্চস্থ করছে। সৌম্য ভট্টাচার্য, চন্দ্রাণী ভট্টাচার্য, উপল গঙ্গোপাধ্যায়, পারমিতা চট্টোপাধ্যায় এবং অন্যান্যদের মতো হাওড়া পঞ্চকের শীর্ষস্থানীয় শিল্পীরা অডিও নাটকটি পরিবেশন করবেন।

এই বিশেষ অনুষ্ঠানটিতে সন্তুর উস্তাদ, পণ্ডিত তরুণ ভট্টাচার্যের সন্তুর আশ্রমের দ্বারা উপস্থাপিত একটি সংগীত সন্ধ্যাও অন্তর্ভুক্ত থাকবে। সন্তোর আশ্রম ত্রয়ী শিরোনামের আবৃত্তিতে থাকবে বাঁশি, সন্তুর এবং মোহন বীণা।

এই চমৎকার অনুষ্ঠানের জন্য অনলাইন বুকিং www.thirdbell.in-এ  উপলব্ধ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version