Home বাংলা কলকাতা রাষ্ট্রপুঞ্জের প্রশংসায় কলকাতার পরিবহন ব্যবস্থা

রাষ্ট্রপুঞ্জের প্রশংসায় কলকাতার পরিবহন ব্যবস্থা

 

রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে এবার কলকাতার পরিবহণ ব্যবস্থার প্রশংসা করা হল। একাধিক পরিবহণ মাধ্যম, বিকল্প শক্তির ব্যবহারের মতো একাধিক কারণ উল্লেখ করে কলকাতার পরিবহণ মাধ্যমকে মডেল হিসেবে বর্ণনা করা হয়েছে এই রিপোর্টে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ থেকে প্রকাশিত হয়েছে ‘‌ক্লাইমেট চেঞ্জ ২০২২:‌ মিটিগেশন অফ ক্লাইমেট চেঞ্জ’‌। সেই রিপোর্টে কলকাতার পরিবহণ ব্যবস্থা নিয়ে প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, শহরে ১৪ লক্ষ মানুষ বিভিন্ন রকমের যানবাহন ব্যবহার করেন। জ্বালানি তেলে চলা গাড়ির সংখ্যা কমেছে। যা থেকে পরিবেশ রক্ষা হচ্ছে। সদ্য প্রকাশিত এই রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রপুঞ্জের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ বা ‌আইপিসিসি‌।
গণপরিবহণে ভরসা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করেছে রাষ্ট্রপুঞ্জ। পরিবহণ দপ্তর সূত্রে খবর শহরে গ্রিন ট্রান্সপোর্টেশনের ওপর জোর দেওয়া হচ্ছে। ই‌-বাস চলছে। খুব তাড়াতাড়ি ই-রিকশা, ই-‌অটোর আনার কাজ চলছে। উল্লেখ্য, বাসের ওপর চাপ কমাতে এবং দূষণ কমাতে শহরে আসছে ট্রলি বাস।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version