Home সাহিত্য ও সংস্কৃতি ও’হেনরি পুরস্কার পেলেন বাঙালি লেখক অমর মিত্র

ও’হেনরি পুরস্কার পেলেন বাঙালি লেখক অমর মিত্র

স্বল্পশব্দের কল্পকাহিনীর জন্য এই পুরস্কার পেলেন তিনি । কর্তৃপক্ষের তরফ থেকে ২০২২ সালের ও’হেনরি পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে ২০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাঙালি লেখক অমর মিত্রের গল্প, ‘দ্য ওল্ড ম্যান অফ কুসুমপুর’ তাঁকে এই পুরস্কার এনে দিয়েছে। যার বাংলা শিরোনাম ‘গাঁওবুড়ো’। ও’হেনরি বার্ষিক পুরস্কার সংকলন, দ্য বেস্ট শর্ট স্টোরিজ ২০২২ -এ গল্পটি প্রকাশিত হবে। বাংলায় লেখা গল্পটির ইংরেজি অনুবাদ করেছেন সাংবাদিক অনীশ গুপ্ত। অনুবাদটি গত বছর ওয়েব ম্যাগাজিন, ‘দ্য কমন’-এ প্রকাশিত হয়েছিল।

কলকাতায় জন্মগ্রহণ করলেও তার শৈশবের কিছুটা সময় কেটেছে বাংলার জেলাগুলিতে যেখানে তিনি আদিবাসী সংস্কৃতি এবং তাদের সংগ্রামের সঙ্গে পরিচিত হয়েছেন। এই আদিবাসী সংস্কৃতিই মিত্রের পুরস্কার বিজয়ী গল্পের পটভূমি।

১৯১৯ সালে জনপ্রিয় ছোট গল্পাকার ও’হেনরি স্মৃতিতে তাঁর নামাঙ্কিত পুরস্কার দেওয়া শুরু হয় ৷ আমেরিকার স্বল্পশব্দের কথাসাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে প্রধান পুরস্কার । আগে পুরস্কারটি শুধুমাত্র ইংরেজিতে লেখার ক্ষেত্রেই সংরক্ষিত ছিল । সম্প্রতি, অনুদিত গল্পগুলির ক্ষেত্রেও পুরস্কারটি দেওয়া হচ্ছে ।

এবছর পুরস্কৃত ২০ টি গল্পের মধ্যে অর্ধেক বাংলা, গ্রিক, হিব্রু, নরওয়েজিয়ান, পোলিশ, রাশিয়ান এবং স্প্যানিশ থেকে অনুবাদ করা হয়েছে। পুরস্কারটি পেয়ে উইলিয়াম ফকনার, শৌল বেলো, অ্যালিস মুনরোর মতো জনপ্রিয় লেখকদের ক্লাবে যোগ  এই বাংলার ছোট গল্পকার ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version