26.1 C
Kolkata
Friday, October 10, 2025
spot_img

স্নাতকস্তরে একই সঙ্গে দুটি পাঠক্রমে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা, সিদ্ধান্ত ইউজিসি-র

মঙ্গলবার এই নতুন নিয়মের কথা ঘোষণা করেন ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার । তিনি জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন নিয়ম আনা হয়েছে ।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ‘দ্বৈত ডিগ্রি’-র (Two Degree Programme) নিয়মে বদল আনতে চলেছে ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’(UGC)। এবার থেকে স্নাতকস্তরে (Degree Course) একই সঙ্গে দুটি পাঠক্রমে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা । ইউজিসি-র তরফে জানানো হয়েছে, পড়ুয়ারা চাইলে একইসঙ্গে দুটি ডিগ্রি কোর্সে পড়াশোনা করতে পারে ।

মঙ্গলবার এই নতুন নিয়মের কথা ঘোষণা করেন ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার । তিনি জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন নিয়ম আনা হয়েছে । তাঁর মতে, এই নতুন নিয়মে পড়ুয়ারা যাতে বিভিন্ন বিষয়ে পড়াশোনার ফলে একটি সার্বিক শিক্ষার অধিকারী হতে পারেন, সেই দিকটি দেখা হয়েছে । পড়ুয়ারা চাইলে এখন থেকে দুটি স্ট্রিমে পড়াশোনা করতে পারবেন । তবে দুটি ক্ষেত্রেই ক্লাস নিয়মিত করতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি ।

দুটি কোর্স বা টু ডিগ্রি প্রোগ্রামের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে । এই শর্তগুলি হল-

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পড়ুয়ারা অন্য একটি বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে পারবেন । তবে, স্নাতকোত্তরের কোনও কোর্স করতে পারবেন না । অর্থাৎ একই পর্যায়ের কোনও ভিন্ন দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা ।

দুটি কোর্স করতে হবে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে । একই বিশ্ববিদ্যালয় থেকে দুটি কোর্স করা যাবে না ।

দু’টি পাঠক্রম যাতে একই বিষয়ের না হয়, সেটাও নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে । একই বিষয়ে দুটি কোর্স করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইউজিসির তরফে ।

পাঠক্রম নিয়মিত হবে । তবে দু’টি ক্লাস একই সময়ে হওয়া চলবে না । আলাদা সময়ে ক্লাস করতে হবে । সেদিকে, খেয়াল রাখতে হবে পড়ুয়াদের ।

সেক্ষেত্রে একটি কোর্স ফিজিক্যাল হতে হবে । অপর কোর্সটি করতে হবে অনলাইনে । আর দুটি কোর্সই যদি অনলাইনে হয়, সেক্ষেত্রে একসঙ্গে পড়ার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই । দুই কোর্স চালানোর ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতি কীভাবে গ্রাহ্য হবে তা ঠিক করবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ।

আগের নিয়ম অনুযায়ী, একটি নিয়মিত পাঠক্রমের সঙ্গে শুধুমাত্র আরেকটি ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা যেত । সেটাও করতে হত অনলাইনে । সেক্ষেত্রে এই দ্বৈত ডিগ্রির নিয়ম চালু করলে পড়ুয়ারা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে । পছন্দের মতো বিষয় নিয়ে তাঁরা পড়াশোনা করতে হবে । এর ফলে সার্বিক শিক্ষার অধিকারী হতে পারবেন তাঁরা । সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন হবে ।

প্রসঙ্গত, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ‘দ্বৈত ডিগ্রি’পাওয়ার সুযোগ করে দিতে গত কয়েক বছর ধরেই আলোচনা চলছিল । শেষ পর্যন্ত মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের কথা ঘোষণা করল ইউজিসি কর্তৃপক্ষ ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles