উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ একটি ঘোষণা করেছে যে, পরীক্ষার্থীদের প্রত্যেকটি পরীক্ষার জন্য ঘণ্টাখানেক আগে পরীক্ষা কেন্দ্রে হাজির হতে হবে। পরীক্ষা চলাকালীন তো দূরস্থ, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকাই যাবে না। । যদিও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রেও সংসদের নির্দিষ্ট নির্দেশিকা আছে।
পরীক্ষার্থীদের মোবাইল ধরতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তিও এ বার পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে চলেছে সংসদ। নজরদারিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরও ব্যবহার করা হচ্ছে। পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিতে পারবেন না ।মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে অভিযুক্ত পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করবে সংসদ। সে ক্ষেত্রে পরীক্ষার্থী আর কখনও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন না। চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।