দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার বহু পরিচিত থাইপসাম (Thaipusam) উৎসবের একটি রূপ হলো পশ্চিমবঙ্গের হুগলী জেলার ব্যান্ডেল এর তামিল সম্প্রদায়ের ভেল ভেল উৎসব। স্কন্দ পুরাণ অনুসারে দেবসেনাপতি কার্তিকেয় , যাঁর স্থানীয় নাম মুরুগান, তাঁকে মাতা পার্বতী ভেল অর্থাৎ ত্রিশূল প্রদান করেছিলেন সুরাপদমন নামক অসুরকে বধ করার জন্য। এই উৎসব সেই পবিত্র ক্ষণ পালনেরই অঙ্গ।












