গুগুল ডুডুলের সেরা শিরোপা জিতে নিলেন কলকাতার শ্লোক মুখোপাধ্যায়

"ভবিষ্যতের ভারত"-এর ছবি এঁকে ডুডল ফর গুগল পুরস্কার জিতল কলকাতার ছেলে শ্লোক মুখোপাধ্যায়

গুগল সোমবার গুগল প্রতিযোগিতার জন্য ২০২২ সালের ডুডলের বিজয়ী ঘোষণা করেছে। এই বছর, কলকাতার শ্লোক মুখার্জী ‘ইণ্ডিয়া অন দ্য সেন্টারস্টেজ’ শিরোনামের অনুপ্রেরণামূলক ডুডলের জন্য ভারতের জন্য বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ১৪ নভেম্বর রাত বারোটার পর গুগলের তরফে ঘোষণা করা হয় ‘সেরার সেরা’-র নাম। জানা গেল সেরার সেরা হয়েছেন কলকাতার শ্লোক।
তার ডুডল শেয়ার করে, শ্লোক লিখেছে, “আগামী ২৫ বছরে, ভারতের বিজ্ঞানীরা মানবসভ্যতার উন্নতির জন্য পরিবেশবান্ধব রোবট তৈরি করবেন। ভারতের মহাকাশচারীরা নিয়মিত আন্তঃজাগতিক ভ্রমণ করবেন। যোগ এবং আয়ুর্বেদ শাস্ত্রেও উন্নতির শিখরে উঠবে ভারত”, ২৫ বছর পরের দেশকে এমন ভাবেই ভেবেছে বছর দশেকের ছেলেটা।
“আগামী ২৫ বছরে, আমার ভারত হবে…” থিমের প্রতি সাড়া দিয়ে এই বছরের প্রতিযোগিতাটি ভারতের ১০০টিরও বেশি শহর থেকে ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিশুদের কাছ থেকে ১১৫,০০০টিরও বেশি এন্ট্রি পেয়েছে। বিচারক প্যানেলে অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং টিভি ব্যক্তিত্ব নীনা গুপ্তা, টিঙ্কেল কমিকসের প্রধান সম্পাদক কুরিয়াকোস ভাইসিয়ান, ইউটিউব ক্রিয়েটরস স্লেয়পয়েন্ট এবং শিল্পী ও উদ্যোক্তা আলিকা ভাট, কে গুগল-ডুডল টিমের সাথে যুক্ত ছিলেন।
একসাথে, তাদের কাজ ছিল সারা দেশ থেকে ২০জন ফাইনালিস্টকে বেছে নেওয়া, শৈল্পিক যোগ্যতা, সৃজনশীলতা, প্রতিযোগিতার থিমের সাথে সারিবদ্ধতা এবং পদ্ধতির অনন্যতা এবং অভিনবত্বের মাপকাঠিতে এন্ট্রি মূল্যায়ন করা। ২০টি চূড়ান্ত ডুডল জনসাধারণের ভোট দেওয়ার জন্য অনলাইনে প্রদর্শিত হয়েছিল৷ জাতীয় বিজয়ীর পাশাপাশি ৪টি গ্রুপ বিজয়ীও নির্বাচিত হয়। গুগল প্রতিযোগিতার জন্য ডুডল সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে কল্পনাকে উদযাপন করা।
দেশের ১০০টিরও বেশি শহর থেকে প্রায় এক লক্ষ পনেরো হাজার ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, সকলেই প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়া। সেরা কুড়ি জন প্রতিযোগীকে দিল্লিতে সম্মানিত করা হয়েছিল। ১৪ নভেম্বর রাত বারোটার পর গুগলের তরফে ঘোষণা করা হয় ‘সেরার সেরা’-র নাম। জানা গেল সেরার সেরা হয়েছেন কলকাতার শ্লোক।

শ্লোক নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। কাকার কাছেই আঁকার হাতেখড়ি তার। এই বছরের প্রতিযোগিতার বিষয় ছিল ২৫ বছর পরের ভারত। শ্লোকের ভাবনাই সেরা নির্বাচিত হয়েছে প্রতিযোগিতায়।
গুগল ডুডল তাদের পেজের মধ্যমে জানিয়েছে, “আমরা বিস্মিত হয়েছি সৃজনশীলতা এবং কল্পনাশক্তির ছাত্ররা তাদের এন্ট্রিতে এনেছে, এবং বিশেষভাবে আনন্দিত যে প্রযুক্তির অগ্রগতি এবং স্থায়িত্ব অনেক ডুডল জুড়ে সাধারণ থিম হিসাবে আবির্ভূত হয়েছে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here