জেট এয়ারওয়েজ তার ২৯তম জন্মদিনে, তিন বছর পর একটি পরীক্ষামূলক ফ্লাইট দিয়ে আবার আকাশে উড়েছে। আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার পর জেট এয়ারওয়েজ এপ্রিল ২০১৯ তার উড়ান বন্ধ করে দিয়েছিল।
জেট এয়ারওয়েজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যাতে দেখা যাচ্ছে একটি বিমানটি টেক অফ করছে। পোস্টটিতে বলা হয় “আজ যেমন ফ্লাইটটি উড্ডয়ন করেছে, এয়ারলাইনটি তার নতুন অবতারে ইতিহাস সৃষ্টির এক ধাপ কাছাকাছি।” তবে জেট এয়ারওয়সের এই ঘোষণার সঙ্গে সঙ্গে টুইটার হ্যান্ডেলে উঠে আছে কিছু তীর্যক মন্তব্যও। কিছু ব্যাক্তি ব্যঙ্গাত্মক ভাবে লেখেন যে গত ৩বছর আগের কাটা টিকিট এর মূল্য ফেরত না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু এই খবরে বিষয়টা তার হটাৎ মনে পড়ে গেল।
তবে এ কথা সত্যি যে ভারতে আজ অবধি কোনো এয়ারলাইন অপারেশন স্থগিত করার পর পুনরায় তার কার্যক্রম শুরু করতে পারেনি।
জেট এয়ারওয়েজের নতুন মালিকরা হলেন দুবাই-ভিত্তিক, ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মুরারি লাল জালান এবং লন্ডন-ভিত্তিক আর্থিক উপদেষ্টা এবং বিকল্প সম্পদ ব্যবস্থাপক কালরক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান – ফ্লোরিয়ান ফ্রিটস।
জেট এয়ারওয়েজ নব্বই-এর দশকের গোড়ার দিকে নরেশ গোয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যিনি ঝড়ের বেগে একজন টিকিট এজেন্ট থেকে আমরা উদ্যোগপতি হয়ে উঠেছিলেন।
জেট এয়ারওয়েজে এর সঙ্গে শুরু হচ্ছে নিয়োগ। সম্প্রতি জেট এয়ারওয়েজের সিইও সঞ্জীব কাপুর এমনটাই জানিয়েছেন।জেট এয়ারওয়েজের ঘোষণা অনুযায়ী, খুব শীঘ্রই বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। কোম্পানির তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, যোগ্য প্রার্থীদের থেকে কোম্পানি শীঘ্রই আবেদনপত্র চাইবে।
Today, May 5, our 29th birthday, Jet Airways flew again! An emotional day for all of us who have been waiting, working, and praying for this day, as well as for Jet's loyal customers who can't wait for Jet to commence operations again. pic.twitter.com/2HcSHa0bTS
— Jet Airways (@jetairways) May 5, 2022