নয়া দিল্লির পর্যটন মানচিত্রে যোগ হল নতুন পালক ৷ দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী সংগ্রহালয় বিশেষ বৈশিষ্ট্য কি কি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ই এপ্রিল তিন মূর্তি ভবনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সংগ্রহালয় ৷ সেখানে সব প্রাক্তন প্রধানমন্ত্রীদের জীবন ও অবদান তুলে ধরা হয়েছে ৷ এই তিন মূর্তি ভবনেই ছিল নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি ৷ সেটিরই নাম বদলে হল প্রধানমন্ত্রী সংগ্রহালয় ৷
এখনও অবধি দেশের যতজন প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের অবদানকে স্বীকৃতি দিতে গড়ে তোলা হয়েছে এই স্মৃতিসৌধ। প্রধানমন্ত্রী সংগ্রহালয়টির প্রথম টিকিটাই কিনলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, অনলাইনে প্রধানমন্ত্রী সংগ্রহালয় টিকিটের মূল্য ১০০ টাকা। তবে অফলাইন মোডে ১১০ টাকা। তবে ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য অফলাইন এবং অনলাইনে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। স্কুল-কেলেজের ছাত্র-ছাত্রীরা ২৫ শতাংশ ছাড় পাবে। তবে বিদেশীদের জন্য প্রধানমন্ত্রী সংগ্রহালয় টিকিটের মূল্য ৭৫০ টাকা। সেই সঙ্গে পেটি এম Paytm হয়ে উঠলো প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের অফিসিয়াল ডিজিটাল পেমেন্ট পার্টনার।
ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে রয়েছে যুদ্ধের সময়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের যুদ্ধে কখন কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, কাদের সঙ্গে যুদ্ধে নেমেছে দেশ, যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংগ্রহালায় অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক ইন্টারফেসগুলিকে একটি সহজ ও আকর্ষনীয় উপায়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তরণদের কাছে টানতেই এই প্রকল্প। ভারতের সোনালি চতুর্ভুজ প্রকল্প থেকে হাওড়া ব্রিজ কিছু বাদ যায়নি এই ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়।এযেন একলহমায় ভারত সফর। এই সংগ্রহশালায় দৃষ্টিনন্দনভাবে বিভিন্ন বিষয় উপস্থাপিত হয়েছে। প্রদর্শনীর বিষয়বস্তুকে ইন্টারেক্টিভ এবং আকর্ষক করার জন্য সংগ্রহালয়ে হলোগ্রাম, ভার্চুয়াল রিয়ালিটি, মাল্টি টাচ, মাল্টিমিডিয়া, কম্পিউটারাইজড কাইনেটিক ভাস্কর্য, স্মার্টফোন অ্যাপ্লিকেশন এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিন মূর্তি ভবনের ৪৫ একর কম্পাউন্ডের মধ্য ১০ হাজার বর্গমিটারের তিনতলা গ্র্যান্ড প্রাইম মিনিস্টার মিউজিয়ামটিতে অত্যাধুনিক প্রযুক্তিতে খোদাই করা হয়েছে নেতাদের জীবন, ভাষণ ও কাজ। সমস্ত প্রধানমন্ত্রীর সম্পূর্ণ গল্পও তুলে ধরা হয়েছে সেখানে। দূরদর্শন, চলচ্চিত্র বিভাগ, সংসদ টিভি, প্রতিরক্ষা মন্ত্রানালয় সবই আছে এখানে।
ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে মূলত পুরোনো এবং নতুনের সংমিশ্রনে তৈরি হয়েছে। এর মধ্য়ে রয়েছে নেহরু মিউজিয়াম বিল্ডিং।যেখানে জহওলাল নেহুরুর জীবন নিয়ে এবং তাঁর অবদান নিয়ে বর্ণনা করা হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়টির মোট আয়তন ১০ হাজার ৪৯১ বর্গ মিটার। এই মিউজিয়ামের আর্কিটেকচারাল প্ল্যান প্রধানত উন্নতশীল ভারত থেকেই অনুপ্রাণিত হয়েছে। প্রকল্পটি চলাকালীন কোনও গাছ কাটা বা প্রতিস্থাপন করা হয়নি। ২০১৮ সালে এই মিউজিয়ামটির জন্য ২৭১ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ভবনের লোগাটি জাতি এবং গণতন্ত্রের প্রতীক।